নিউ ইয়র্কের প্রথম মুসলিম এবং সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে শপথ নিয়েই ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। কিন্তু তাঁর শপথগ্রহণের রেশ কাটতে না কাটতেই আলোচনায় উঠে এল তাঁর লেখা একটি ব্যক্তিগত চিরকুট। ৫ বছর ধরে জেলবন্দি জেএনইউ-এর প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদকে পাঠানো মামদানির এই চিঠিতে তোলপাড় শুরু হয়েছে ভারত ও আমেরিকার কূটনৈতিক মহলে।
চিঠিতে কী লিখেছেন মামদানি? উমর খালিদের জীবনসঙ্গিনী বনজ্যোৎস্না লাহিড়ি সোশ্যাল মিডিয়ায় সেই হাতে লেখা চিরকুটের ছবি শেয়ার করেছেন। সেখানে মীরা নায়ারের পুত্র মামদানি লিখেছেন, “প্রিয় উমর, তোমার কঠিন পরিস্থিতির কথা আমি প্রায়ই ভাবি। তোমার বাবা-মায়ের সঙ্গে দেখা করে ভালো লাগল।” গত ডিসেম্বরে উমরের বাবা-মা আমেরিকায় থাকাকালীন মামদানির সঙ্গে তাঁদের সাক্ষাৎ হয়েছিল, তখনই এই আবেগঘন বার্তাটি লিখেছিলেন তিনি।
কূটনৈতিক ও রাজনৈতিক চাপ: শুধু মামদানিই নন, প্রমীলা জয়পাল, রাশিদা তালেব এবং জিম ম্যাকগভার্নের মতো আমেরিকার ৮ জন প্রভাবশালী আইনপ্রণেতা উমর খালিদের বিচারহীন কারাবাস নিয়ে সরব হয়েছেন। তাঁরা ওয়াশিংটনে ভারতীয় অ্যাম্বাসেডরকে চিঠি লিখে উমরের দ্রুত মুক্তি ও স্বচ্ছ বিচারের দাবি জানিয়েছেন। আন্তর্জাতিক আইনে বিচার ছাড়া এতদিন আটকে রাখা মানবাধিকার লঙ্ঘন বলেও দাবি করেছেন তাঁরা।
পাল্টা আক্রমণ বিশ্ব হিন্দু পরিষদের: মামদানির এই পদক্ষেপকে ভালো চোখে দেখছে না গেরুয়া শিবির। বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনশল তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “সবে নিউ ইয়র্কের মেয়র হয়েই মামদানি ভারতের বিচার ব্যবস্থা নিয়ে কথা বলছেন! উনি কি উমর খালিদকে মুসলিম বলেই বাঁচাতে চাইছেন? যখন প্রতিবেশী দেশগুলোতে হিন্দুরা আক্রান্ত হয়, তখন ওঁদের মুখে কথা ফোটে না কেন?”