শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি! বছরের প্রথম দিনেই পদ্মা ও ফারাক্কায় শুরু যৌথ জল পরিমাপ

ভারত ও বাংলাদেশের মধ্যেকার ঐতিহাসিক ৩০ বছরের গঙ্গা জলবণ্টন চুক্তি এবার তার অন্তিমলগ্নে। ১৯৯৬ সালে স্বাক্ষরিত হওয়া এই চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরেই শেষ হতে চলেছে। এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণেই বছরের প্রথম দিন থেকে গঙ্গা ও পদ্মা নদীতে শুরু হয়েছে দুই দেশের যৌথ জল পরিমাপের কাজ।

যৌথ পরিমাপ ও প্রতিনিধি দল: চুক্তির শর্ত অনুযায়ী, প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত জলের স্তর পরিমাপ করা হয়। ভারতের ফারাক্কা পয়েন্ট এবং বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজের উজানে এই কাজ শুরু হয়েছে। ভারতের সেন্ট্রাল ওয়াটার কমিশনের (CWC) প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। অন্যদিকে, বাংলাদেশ জল উন্নয়ন বোর্ডের একটি বিশেষ দলও ভারতে পৌঁছেছে এই যৌথ সমীক্ষায় অংশ নিতে। প্রতি ১০ দিন অন্তর এই জল পরিমাপের রেকর্ড রাখা হবে।

নিরাপত্তা ও ভবিষ্যৎ আলোচনা: বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে প্রতিনিধি দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি গুরুত্ব দিচ্ছে দুই দেশ। বাংলাদেশের পাবনা হাইড্রোলজি বিভাগ সূত্রে খবর, ভারতীয় প্রতিনিধিদের জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, ২০২৬ সালে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই এটি পুনর্নবীকরণের বিষয়ে দুই দেশ প্রাথমিক আলোচনা শুরু করেছে। তবে তিস্তার জট এখনও না কাটায় গঙ্গা চুক্তির এই মেয়াদ ফুরনোর বিষয়টি এখন দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy