বিদেশের মাটিতে নজিরবিহীন কেলেঙ্কারির মুখে ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। মদ্যপ অবস্থায় বিমান চালাতে গিয়ে কানাডার ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়লেন এক প্রবীণ পাইলট। গত ২৩ ডিসেম্বর ভ্যাঙ্কুভার থেকে ভিয়েনাগামী AI186 বিমানে এই রোমহর্ষক ঘটনাটি ঘটে। ককপিটে ক্যাপ্টেনের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তৎক্ষণাৎ রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (RCMP) তাঁকে বিমান থেকে নামিয়ে দেয়।
তদন্তে বিস্ফোরক তথ্য: পুলিশি তল্লাশিতে ওই পাইলটের দু’বার ব্রেথ অ্যানালাইজার পরীক্ষা করা হয় এবং দু’বারই তাঁর শরীরে অ্যালকোহলের উপস্থিতি নিশ্চিত করা হয়। এই ঘটনাকে আন্তর্জাতিক বিমান চলাচল বিধির চরম লঙ্ঘন বলে চিহ্নিত করেছে ‘ট্রান্সপোর্ট কানাডা’। কানাডিয়ান অ্যাভিয়েশন রেগুলেশনের একাধিক ধারা ভঙ্গের দায়ে এয়ার ইন্ডিয়ার বিদেশি অপারেটর সার্টিফিকেট বাতিলেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এয়ার ইন্ডিয়ার প্রতিক্রিয়া ও যাত্রী ভোগান্তি: এই ঘটনার জেরে ভ্যাঙ্কুভার বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় কয়েকশো যাত্রীকে। অন্য পাইলটের ব্যবস্থা করতে দীর্ঘ সময় লাগায় চরম ক্ষোভ উগরে দেন তাঁরা। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত পাইলটকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হয়েছে এবং ২৬ জানুয়ারির মধ্যে কানাডা প্রশাসনকে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুরক্ষা বিধির এমন উদাসীনতা আন্তর্জাতিক স্তরে এয়ার ইন্ডিয়ার ভাবমূর্তি বড়সড় ধাক্কা দিল।