শীতের দাপটে কাবু তিলোত্তমা। শনিবার ফের একবার মরসুমের শীতলতম দিনের রেকর্ড গড়ল কলকাতা। আলিপুরের পারদ নেমে দাঁড়িয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াসে। কলকাতার পাশাপাশি পশ্চিমাঞ্চলেও প্রবল শীতের দাপট অব্যাহত। বাঁকুড়া ও বীরভূমের কিছু এলাকায় তাপমাত্রা নেমেছে ৮ থেকে ৯ ডিগ্রির ঘরে। তবে এই হাড়কাঁপানো ঠান্ডা বেশিদিন স্থায়ী হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি: আবহাওয়াবিদদের মতে, জম্মু-কাশ্মীরে অবস্থানকারী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী কয়েকদিনের মধ্যেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে। ৩০ ডিসেম্বর নতুন করে উত্তর-পশ্চিম ভারতে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে। ফলে নতুন বছরের শুরুতেই অর্থাৎ ১ জানুয়ারি নাগাদ কলকাতার তাপমাত্রা একলাফে ১৫ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। সোমবার পর্যন্ত এই শীতের আমেজ থাকলেও তারপর থেকে ধীরে ধীরে পারদ চড়তে শুরু করবে।
উত্তরবঙ্গের আবহাওয়া ও কুয়াশা: উত্তরবঙ্গের জেলাগুলোতে ঠান্ডার পাশাপাশি ভিলেন হয়ে দাঁড়িয়েছে ঘন কুয়াশা। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পার্বত্য এলাকায় তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। মালদহ ও সংলগ্ন এলাকায় পারদ ১০ ডিগ্রির আশেপাশে রয়েছে।
দক্ষিণবঙ্গের চিত্র: আগামী দু’দিন উপকূলবর্তী জেলাগুলোতে তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রির মধ্যে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৮ শতাংশ হওয়ায় ভোরে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, তবে নতুন বছরের প্রথম দিন থেকেই উধাও হতে পারে কনকনে শীতের এই আমেজ।