বড়দিনের রাতে পুলিশের ‘অপারেশন লালবাজার’! ১৯১ জন শ্রীঘরে, জব্দ প্রচুর বেআইনি মদ

বড়দিনের আনন্দ যাতে বিষাদে পরিণত না হয়, তার জন্য শহরজুড়ে লৌহকঠিন নিরাপত্তার চাদর বিছিয়ে দিয়েছিল কলকাতা পুলিশ। পার্ক স্ট্রিট থেকে উত্তর কলকাতা—প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে দিনভর চলে পুলিশের ম্যারাথন তল্লাশি। উৎসবের আমেজ বজায় রাখতে গিয়ে আইন ভাঙার দায়ে একদিনেই ১৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে ১১ লিটার অবৈধ দেশি মদ।

ট্রাফিক আইনের কড়াকড়ি: ভিড় সামলানোর পাশাপাশি ট্রাফিক বিধি ভঙ্গের বিরুদ্ধেও খড়গহস্ত ছিল পুলিশ। ব্রিদ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা এবং নাকা চেকিংয়ের ফলে একদিনে মোট ৪১২টি ট্রাফিক কেস দায়ের করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী:

  • মদ্যপ অবস্থায় গাড়ি চালানো: ৭৭ জন।

  • হেলমেটহীন চালক ও আরোহী: ১৫২ জন।

  • বেপরোয়া গতিতে গাড়ি চালানো: ৮১ জন।

  • অন্যান্য বিধি ভঙ্গ: ১০২টি মামলা।

উইনার্স টিম ও বিশেষ নজরদারি: নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পার্ক স্ট্রিটসহ শহরের স্পর্শকাতর এলাকায় মোতায়েন ছিল কলকাতা পুলিশের প্রমীলা বাহিনী ‘উইনার্স টিম’। লালবাজার সূত্রে খবর, ৩১ ডিসেম্বরের জন্য নিরাপত্তা আরও কয়েক গুণ বাড়ানো হচ্ছে। দক্ষিণ শহরতলির নিরাপত্তার দায়িত্বে থাকবেন একজন অতিরিক্ত নগরপাল পদমর্যাদার অফিসার।

হোটেল ও গেস্ট হাউসে কড়া নজর: সম্প্রতি দিল্লির বিস্ফোরণকাণ্ডের পর থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করছে লালবাজার। নিউ মার্কেট এবং পঞ্চসায়র এলাকার হোটেল ও গেস্ট হাউসগুলোতে পুলিশি তল্লাশি বাড়ানো হয়েছে। নতুন বছর উদযাপনেও একই রকম কড়াকড়ি থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy