“ওরা পরিচয় জানতে চেয়ে মাথা আছড়ে দিল!” সম্বলপুরে বাঙালি খুনে সহকর্মীর বিস্ফোরক বয়ান, কাঠগড়ায় বিজেপি

ওড়িশার সম্বলপুরে এক ১৯ বছরের বাঙালি পরিযায়ী শ্রমিক, জুয়েল শেখকে পিটিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মুর্শিদাবাদের বাসিন্দা ওই যুবকের সহকর্মীদের দাবি, স্রেফ বাঙালি পরিচয় এবং আধার কার্ড দেখতে চাওয়াকে কেন্দ্র করেই এই নৃশংস হামলা চালানো হয়েছে। অভিযুক্তরা তাঁদের ‘বাংলাদেশি’ বলে সন্দেহ করেছিল বলে অভিযোগ।

আহত শ্রমিক মাজহার খান জানান, বুধবার রাতে রান্না করার সময় ছয় ব্যক্তি এসে প্রথমে বিড়ি চায়, তারপর পরিচয়পত্র দেখতে চায়। এরপরেই শুরু হয় নারকীয় মারধর। জুয়েলের মাথা দেওয়ালে আছড়ে মারা হয়, যার ফলে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পুলিশ যদিও একে বিড়ি নিয়ে বচসা বলে দাবি করেছে, কিন্তু আক্রান্তদের দাবি— হামলাকারীরা বারবার ‘বাংলাদেশি’ বলে গালিগালাজ করছিল। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস সরব হয়েছে। তাদের অভিযোগ, বিজেপির ‘অনুপ্রবেশকারী’ তকমা দেওয়ার বিষাক্ত প্রচারের বলি হতে হলো এই বাঙালি যুবককে। পুলিশ এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy