‘যেখানে বাদ্যযন্ত্রের অপমান, সেখানে গাইব না!’ উত্তাল বাংলাদেশ সফর বাতিল করলেন রশিদ-পুত্র আরমান

বাংলাদেশের বর্তমান অরাজকতা এবং কট্টর মৌলবাদের আগ্রাসনে ব্যথিত হয়ে নিজের প্রথম বাংলাদেশ সফর বাতিল করলেন কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রশিদ খানের পুত্র আরমান খান। আগামী ৯ দিনের সফরে ঢাকা ও চট্টগ্রামে তিনটি ধ্রুপদী সঙ্গীতের অনুষ্ঠান করার কথা ছিল ২১ বছর বয়সী এই তরুণ শিল্পীর। কিন্তু বাংলাদেশে সম্প্রতি মানবতা এবং শিল্প-সংস্কৃতির ওপর যে নজিরবিহীন আক্রমণ শুরু হয়েছে, তার প্রতিবাদেই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন আরমান।

বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে বিশেষ করে সংস্কৃতির পীঠস্থান ‘ছায়ানট’-এ ভাঙচুর এবং বাদ্যযন্ত্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন আরমান। তাঁর মা তথা রশিদ-পত্নী সোমা খান জানিয়েছেন, আরমান বাদ্যযন্ত্রকে পুজো করে বড় হয়েছে। সেখানে বাদ্যযন্ত্রের এমন অবমাননা দেখে ও রীতিমতো স্তম্ভিত। সোমা বলেন, “ছেলের এই সিদ্ধান্তে আমি গর্বিত। ধর্মের ঊর্ধ্বে গিয়ে আরমান মনুষ্যত্বের জয়গান গেয়েছে। ওর শিরদাঁড়া যে সঠিক জায়গায় আছে, এই সিদ্ধান্তই তার প্রমাণ।”

আরমানের এই সফরটি আগামী ২৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১ জানুয়ারি পর্যন্ত চলার কথা ছিল। অক্টোবরেই সমস্ত চুক্তি চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী ছাত্রনেতা শরিফ ওসমান বিন হাদি খুনের পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। হিংসা ও বিদ্বেষের যে বাতাবরণ ওপার বাংলায় তৈরি হয়েছে, সেখানে গিয়ে গান গাওয়া সম্ভব নয় বলে মনে করছেন শিল্পী। সোমা খান আরও যোগ করেন, “আমি ভাগ্যবতী যে আমার ছেলেমেয়েরা ভারতে জন্মেছে। এখানকার বহুত্ববাদী সংস্কৃতি প্রকৃত মানুষ হতে সাহায্য করে।” বাদ্যযন্ত্রকে প্রাণের চেয়েও প্রিয় মনে করা আরমান এখন ওপার বাংলার হিংসার আগুন নেভার অপেক্ষায়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy