উৎসবে বিষাদের সুর! বড়দিনের রাতে দাউদাউ করে পুড়ল দু’টি ট্রলার, কোটি টাকার ক্ষতির মুখে মৎস্যজীবীরা

বড়দিনের উৎসবের আমেজ নিমেষেই বিষাদে পরিণত হলো দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। বৃহস্পতিবার রাতে কাকদ্বীপের ট্রলার ঘাটে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল দু’টি মাছ ধরার ট্রলার। স্থানীয় সূত্রে খবর, এই ভয়াবহ দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। বড়দিনের রাতে এই ঘটনায় মৎস্যজীবী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে হঠাৎই ‘এফবি লোকনাথ’ নামে একটি ট্রলারে আগুন জ্বলতে দেখা যায়। শীতের রাতের হাওয়া এবং দাহ্য পদার্থের উপস্থিতিতে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী আরও একটি ট্রলারে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি বালতি করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাকদ্বীপ থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন।

দমকল কর্মীদের কয়েক ঘণ্টার হাড়ভাঙা খাটুনির পর আগুন নিয়ন্ত্রণে এলেও, ট্রলার দু’টির শেষরক্ষা করা সম্ভব হয়নি। দক্ষিণ ২৪ পরগনা জেলা অতিরিক্ত মৎস্য আধিকারিক (সামুদ্রিক) সুরজিৎ বাগ জানান, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। তবে আশার কথা এই যে, অগ্নিকাণ্ডের সময় ট্রলার দু’টিতে কোনো মৎস্যজীবী উপস্থিত না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। কিন্তু সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা ট্রলার মালিক ও মৎস্যজীবীরা। পুলিশ ও দমকল বিভাগ আগুনের সঠিক উৎস জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy