মাতৃত্বের স্বাদ পাওয়ার পর প্রথম বড়দিন। অভিনেত্রী ক্যাটরিনা কইফের জীবনে এবারের ক্রিসমাস যে আমূল বদলে গিয়েছে, তা স্পষ্ট তাঁর সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টে। প্রতি বছর ধুমধাম করে বড়দিন পালন করলেও, এবার ক্যাটরিনা ব্যস্ত ছিলেন তাঁর সদ্যোজাত পুত্রসন্তানকে নিয়ে। মা হওয়ার ঠিক দু’মাস পর অনুরাগীদের বড়দিনের শুভেচ্ছা জানাতে এবং নিজের নতুন জীবনের এক ঝলক শেয়ার করতে ভিকি-পত্নী ফিরলেন সোশ্যাল মিডিয়ায়।
গত ৭ নভেম্বর ক্যাটরিনা ও ভিকি কৌশলের কোল আলো করে এসেছে তাদের প্রথম সন্তান। তারপর থেকেই নিজেকে লাইমলাইট থেকে দূরে সরিয়ে রেখেছিলেন অভিনেত্রী। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি মিষ্টি পারিবারিক ছবি শেয়ার করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, স্বামী ভিকি কৌশল, দেওর সানি এবং নিজের দাদা সেবাস্টিয়ানের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন ক্যাট। পরিবারের পুরুষদের মাঝে লাল রঙের পোশাকে উজ্জ্বল দেখাচ্ছিল নতুন মা-কে। ক্যাপশনে লিখেছেন, “সকলের জন্য আনন্দ ও শান্তি কামনা করছি। বড়দিনের শুভেচ্ছা!”
সন্তান আসার পর জীবন কতটা বদলেছে? ভিকি কৌশল সম্প্রতি এক সাক্ষাৎকারে মজার ছলে জানিয়েছেন, তিনি এখন চুটিয়ে পিতৃত্ব উপভোগ করছেন। এমনকি ছেলের ন্যাপি বদলানোর কাজও করছেন তিনি। ভিকির দাবি, “ক্যামেরার সামনে অভিনয় করার চেয়েও ন্যাপি বদলানো অনেক সহজ কাজ!” যদিও বড়দিনের ছবিতে অনুরাগীরা ‘বেবি কৌশল’-এর মুখ দেখার জন্য মুখিয়ে ছিলেন, কিন্তু গোপনীয়তা বজায় রেখে এখনই ছেলের ছবি প্রকাশ্যে আনেননি দম্পতি।
ছবিতে ক্যাটরিনার মাতৃত্বকালীন গ্ল্যামার নজর কেড়েছে নেটপাড়ার। প্রায় দুই মাস বিরতির পর প্রিয় তারকাকে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘নতুন মা হিসেবে আপনাকে খুব শান্ত ও সুন্দর দেখাচ্ছে’, তো কেউ আবার ভিকি-ক্যাটরিনার এই ঘরোয়া উদযাপনকে ‘পারফেক্ট ক্রিসমাস’ বলে তকমা দিয়েছেন। আপাতত অভিনয় থেকে দূরে থেকে জীবনের এই নতুন ইনিংসটি একান্তই ব্যক্তিগতভাবে উপভোগ করছেন ক্যাটরিনা।