দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান। অবশেষে বিদেশের মাটি ছেড়ে নিজ মাতৃভূমি বাংলাদেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে সিলেট হয়ে ঢাকায় পা রাখেন তিনি। আর দেশে ফিরেই এক নজিরবিহীন আবেগঘন দৃশ্যের অবতারণা করলেন বিএনপির এই শীর্ষ নেতা। বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বেরিয়েই তিনি বেশ কিছুক্ষণ স্থবির হয়ে দাঁড়িয়ে থাকেন, যেন বিশ্বাসই করতে পারছিলেন না যে তিনি এখন নিজের দেশে।
আজ সকাল ৯টা ৫৬ মিনিটে সপরিবারে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে অভ্যন্তরীণ ফ্লাইটে দুপুর ১২টা ৩৫ মিনিট নাগাদ তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দর থেকে বেরিয়েই তিনি এক অনন্য কাজ করেন। কোনো আড়ম্বর নয়, বরং জুতো খুলে নিজের দেশের মাটিতে খালি পায়ে দাঁড়িয়ে থাকেন তিনি। নুয়ে পড়ে হাত দিয়ে তুলে নেন এক মুঠো মাটি। প্রিয় স্বদেশের মাটির স্পর্শ পেয়ে এসময় তাঁকে বেশ আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়।
তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানী জুড়ে উৎসবের মেজাজ তৈরি হয়েছে। বিমানবন্দরের বাইরে হাজার হাজার নেতাকর্মীর ঢল নেমেছিল তাঁকে এক পলক দেখার জন্য। ২০০৭ সালে দেশ ছাড়ার পর দীর্ঘ নির্বাসন কাটিয়ে তাঁর এই ফেরা বিএনপির রাজনীতিতে নতুন প্রাণসঞ্চার করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ১৭ বছর পর নিজের চেনা শহর আর নিজের চেনা মানুষের মাঝে ফিরতে পেরে তারেক রহমানের চোখেমুখে ছিল তৃপ্তির ছাপ।