মার্শাল আর্টসে মুর্শিদাবাদের দাপট! জাতীয় স্তরের ক্যারাটেতে ৫ পড়ুয়ার বাজিমাত, খুশিতে ডগমগ হরিহরপাড়া

মুর্শিদাবাদের প্রান্তিক ব্লক হরিহরপাড়ার নাম এবার উজ্জ্বল হলো জাতীয় স্তরের ক্রীড়া মানচিত্রে। গত ২১ ডিসেম্বর হাওড়া ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ‘অল ইন্ডিয়া ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ’-এ অংশ নিয়ে অভাবনীয় সাফল্য ছিনিয়ে আনল হরিহরপাড়ার পাঁচ কৃতী পড়ুয়া। দেশের বিভিন্ন প্রান্তের ৫০০-র বেশি প্রতিযোগীর সঙ্গে লড়াই করে প্রত্যেকেই পদক জিতে জেলাবাসীর মুখ উজ্জ্বল করেছে।

প্রতিযোগিতার ফলাফল একনজরে:

সাবির আহমেদ: কুমি ও কাতা উভয় বিভাগেই প্রথম স্থান (স্বর্ণপদক)।

শাহরিয়া খান: কুমি ও কাতা বিভাগেও প্রথম স্থান অধিকার করে সোনা জিতেছেন।

হাসানুজ্জামান: কুমি ও কাতা বিভাগে দ্বিতীয় স্থান (রৌপ্যপদক)।

সোমশ্রী কুণ্ডু: কাতা বিভাগে দ্বিতীয় স্থান।

আহমেদ শেখ: কাতা বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছেন।

বিশেষভাবে উল্লেখ্য, হরিহরপাড়া ব্লকের মেয়েদের মধ্যে প্রথম ‘ব্ল্যাক বেল্ট’ অর্জন করে ইতিহাস গড়েছেন সোমশ্রী কুণ্ডু। এই কৃতিত্বে গর্বিত গোটা এলাকা। ক্যারাটে কোচ রাজিব আনসারী জানান, “হরিহরপাড়ার মতো প্রান্তিক এলাকা থেকে গিয়ে জাতীয় স্তরে এই সাফল্য অত্যন্ত গৌরবের। বিশেষ করে সোমশ্রীর ব্ল্যাক বেল্ট জয় নতুন দিশা দেখাবে।”

এই বিশাল সাফল্যে হরিহরপাড়ায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। কেক কেটে জয়ী পড়ুয়াদের সংবর্ধনা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বাংলা ছাড়াও অসম, মণিপুর, মহারাষ্ট্র, গুজরাট ও ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলোর প্রতিযোগীদের হারিয়ে এই পদক জয় আগামী দিনে জয়ী পড়ুয়াদের আন্তর্জাতিক মঞ্চে পৌঁছানোর স্বপ্ন দেখাচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy