মধ্যপ্রদেশের ‘অভ্যুদয় গ্রোথ সামিটে’ দেশের অর্থনীতি ও প্রযুক্তির এক উজ্জ্বল ভবিষ্যৎবাণী শোনালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ঘোষণা করেন, ভারত খুব শীঘ্রই সেমিকন্ডাক্টর শিল্পে কেবল স্বনির্ভর হবে না, বরং সারা বিশ্বে এই চিপ রপ্তানি করা শুরু করবে। মোদী সরকারের নীতিতে দেশের বিদেশি মুদ্রার ভাণ্ডার বা ফরেক্স রিজার্ভ যে রেকর্ড ৭০০ বিলিয়ন ডলারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে, সে কথাও গর্বের সঙ্গে মনে করিয়ে দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের অভাবনীয় সাফল্যের খতিয়ান তুলে ধরে জানান, ২০১৪ সালে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র ৭ কোটি। কিন্তু ২০২৫-এর সেপ্টেম্বর পর্যন্ত সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১ কোটিতে। এই পরিসংখ্যানই প্রমাণ করে যে প্রযুক্তিতে ভারত কতটা দ্রুত এগিয়েছে। অনলাইন শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে ব্যাঙ্কিং—সবই এখন সাধারণ মানুষের হাতের মুঠোয়।
অমিত শাহের মতে, সেমিকন্ডাক্টর শিল্পে ভারতের প্রবেশ আন্তর্জাতিক বাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে। এটি যেমন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, তেমনই বিদেশি বিনিয়োগকারীদের জন্য ভারতকে এক পছন্দের গন্তব্যে পরিণত করবে। ডিজিটাল বিভাজন কমিয়ে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করাই এই সরকারের মূল লক্ষ্য বলে তিনি জানান।