দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গুরুতর জখম হল ৯ বছর বয়সী এক শিশু। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের খড়িমাচান এলাকায়। জখম শিশুর নাম কালো গায়েন। সে চতুর্থ শ্রেণির ছাত্র বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে একটি বাড়ির অনুষ্ঠান চলাকালীন হঠাতই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয়রা জানান, কালো গায়েন নামে ওই শিশুটি খেলতে খেলতে আনোয়ার শেখ নামক এক ব্যক্তির একটি পরিত্যক্ত ঘরে ঢুকে পড়েছিল। তখনই ঘরের ভেতরে থাকা বোমা ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতায় শিশুটির ডান হাত ও চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
ক্যানিং এসডিপিও রামকুমার মণ্ডল জানিয়েছেন, “বিস্ফোরণের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে বেশ কিছু বোমার সুতলি উদ্ধার করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” তবে এই ঘটনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। প্রতিবেশী অজিত পিয়াদার কথায়, “অনেকে বলছে সিলিন্ডার ফেটেছে, আবার কেউ বলছে বোমা। সুতলি উদ্ধারের পর আতঙ্ক আরও বেড়েছে।”
পরিত্যক্ত ওই ঘরে আগে থেকেই বোমা মজুত করে রাখা হয়েছিল কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে এবং এলাকার পরিস্থিতি থমথমে।