বড়দিনের সকাল থেকেই তিলোত্তমার মেজাজ একেবারে তুঙ্গে। হাড়কাঁপানো ঠান্ডা না থাকলেও মনোরম আবহাওয়ায় শহরবাসী মেতেছেন শীতকালীন ভ্রমণে। উৎসবের ভোরে আলিপুর চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়ই বলে দিচ্ছে বাঙালির বড়দিনের প্রথম পছন্দ আজও ‘জু’।
টাইগার এনক্লোসারে লম্বা লাইন: চিড়িয়াখানায় এসেই দর্শকদের প্রথম গন্তব্য রয়্যাল বেঙ্গল টাইগার। সকালে ঠান্ডার কারণে কিছুটা আড়ালে থাকলেও বেলা বাড়তেই রোদ পোহাতে দেখা মিলল বাঘমামার। বর্ধমান থেকে আসা পর্যটক বা সোনারপুরের স্থানীয় বাসিন্দা— বাঘের গর্জন আর চলন দেখে খুশিতে আত্মহারা আট থেকে আশি।
শিম্পাঞ্জিদের কেরামতি: বাঘের পরেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে শিম্পাঞ্জি এনক্লোসার। বাবু, মস্তান আর বুড়ির খুনসুটি দেখে হাসির রোল উঠছে দর্শকদের ভিড়ে। তাদের কসরত আর ফল খাওয়ার দৃশ্য ক্যামেরা বন্দী করতে ব্যস্ত সবাই।
ময়দানে উৎসবের ছোঁয়া: অন্যদিকে, ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং ময়দান চত্বর যেন আস্ত এক পিকনিক স্পট। লেবু চা, ঝালমুড়ি আর ময়দানের সবুজ ঘাসে প্রিয়জনের সঙ্গে আড্ডা— বড়দিনের ছুটি জমিয়ে উপভোগ করছে বাঙালি। সঙ্গে যোগ হয়েছে রাজকীয় ঘোড়ার গাড়ি। সব মিলিয়ে আজকের রোদঝলমলে আবহাওয়া উৎসবের আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে।