জন্মদিনের পার্টি শেষে নৃশংসতা! চলন্ত গাড়িতে আইটি ম্যানেজারকে গণধর্ষণ, কাঠগড়ায় সংস্থার সিইও

রাজস্থানের উদয়পুরে এক বেসরকারি তথ্যপ্রযুক্তি (IT) সংস্থার ম্যানেজারকে চলন্ত গাড়িতে গণধর্ষণের অভিযোগ উঠল। এই নৃশংস ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে খোদ ওই সংস্থার সিইও (CEO), এক মহিলা আধিকারিক এবং তাঁর স্বামীর বিরুদ্ধে। ইতিমধ্যেই পুলিশ তিন অভিযুক্তকেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

ঘটনার বিবরণ: পুলিশ সূত্রে খবর, গত ২০ ডিসেম্বর রাতে ওই তরুণী একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন। রাত দেড়টা পর্যন্ত চলা সেই অনুষ্ঠানে মদ্যপান করার পর তাঁর শরীর খারাপ লাগতে শুরু করে। অভিযোগ, সেই সুযোগ নিয়ে ওই সংস্থারই এক মহিলা আধিকারিক তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে গাড়িতে তোলেন। সেই গাড়িতে আগে থেকেই সিইও এবং ওই মহিলা আধিকারিকের স্বামী উপস্থিত ছিলেন।

মাদক খাইয়ে নির্যাতনের অভিযোগ: নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, মাঝরাস্তায় তাঁকে সিগারেটের মতো দেখতে একটি মাদক দ্রব্য খেতে বাধ্য করা হয়। সেটি খাওয়ার পরই তিনি অচৈতন্য হয়ে পড়েন। পরদিন সকালে জ্ঞান ফিরলে তিনি বুঝতে পারেন যে তাঁকে গণধর্ষণ করা হয়েছে। দ্রুত তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

উদয়পুরের পুলিশ সুপার যোগেশ গোয়েল জানিয়েছেন, নির্যাতিতার মেডিকেল পরীক্ষা করানো হয়েছে এবং অভিযুক্তদের বয়ানে অসংগতি মেলায় তাদের আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও ফরেন্সিক তথ্য সংগ্রহ করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy