বড়দিনের আনন্দ বিষাদে পরিণত হলো আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বরে। বৃহস্পতিবার ভোরের কুয়াশাভেজা সকালে লোকালয়ে হানা দিল এক বিশাল দাঁতাল হাতি। হাতির হামলায় প্রাণ হারিয়েছেন পবিত্র রায় নামে এক ব্যক্তি। গুরুতর জখম হয়েছেন এক মহিলাসহ আরও ২ জন। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনার বিবরণ: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৬টা নাগাদ একটি দাঁতাল হাতি প্রথমে জটেশ্বর মাদ্রাসাপাড়ায় ঢুকে পড়ে। সেখানে একটি মাছের বরফ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়ি ভাঙচুর করে হাতিটি। এরপর সেটি হেদায়েতনগর রামকৃষ্ণ পল্লী এলাকায় চলে আসে। সেখানে টুম্পা দেবনাথ নামে এক মহিলা এবং এক ভ্যান চালককে আক্রমণ করে হাতিটি। দুজনেই বর্তমানে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
মর্মান্তিক মৃত্যু: তাণ্ডব চালিয়ে হাতিটি ব্যাংকান্দি এলাকায় পৌঁছালে সেখানে পবিত্র রায়ের মুখোমুখি হয়। হাতির আক্রমণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ও বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।
জলদাপাড়া বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বনকর্মীরা এলাকায় নজরদারি চালাচ্ছেন এবং মৃতের পরিবারকে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। বর্তমানে এলাকায় হাতির উপস্থিতি থাকায় বাসিন্দাদের ঘরের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।