পূর্ব বর্ধমান জেলায় ‘নো ম্যাপিং’ ভোটারদের তথ্য যাচাইয়ের লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশে এসআইআর (SIR) শুনানির নোটিস বিলি শুরু হতেই সাধারণ মানুষের মধ্যে ছড়িয়েছে তীব্র উদ্বেগ। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলায় বর্তমানে ১ লক্ষ ১ হাজার ১৮ জন ‘নো ম্যাপিং’ ভোটার রয়েছেন। এর মধ্যে শুধুমাত্র বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রেই এই সংখ্যা ১২,৭১০। তালিকায় নাম থাকায় এবং সশরীরে শুনানিতে হাজির হওয়ার নোটিস হাতে পেয়ে চরম সঙ্কটে পড়েছেন বর্ধমান শহরের ১১ নম্বর ওয়ার্ডের বিধানপল্লির বাসিন্দা মুখোপাধ্যায় পরিবার।
পরিবারের সদস্য লক্ষ্মী মুখোপাধ্যায় কয়েকদিন আগে বাড়িতে পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি সম্পূর্ণ শয্যাশায়ী। এই অবস্থায় নির্বাচন কমিশনের নোটিস তাঁর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ভাঙা পা নিয়ে কীভাবে তিনি শুনানিস্থলে পৌঁছাবেন, তা বুঝে উঠতে পারছেন না বৃদ্ধা। দুশ্চিন্তার শেষ এখানেই নয়, তাঁর ছেলে বিশ্বজিৎ মুখোপাধ্যায়ও একই নোটিস পেয়েছেন। বিশ্বজিৎবাবু একজন বিশেষভাবে সক্ষম ব্যক্তি। মা ও ছেলের এই শারীরিক প্রতিবন্ধকতা ও অসুস্থতার মাঝে কমিশনের এই কড়া নির্দেশ পরিবারটিকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে এই শুনানির মাধ্যমে ভোটার তালিকার ত্রুটি সংশোধনের দাবি করা হলেও, মুখোপাধ্যায় পরিবারের মতো অসুস্থ ও বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য কোনও বিকল্প ব্যবস্থার কথা জানানো হয়নি। ফলে কমিশনের এই প্রশাসনিক প্রক্রিয়া এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে শহরের সাধারণ মানুষের কাছে।