১০ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুন! ওড়িশার ভদ্রকে পুলিশের ওপর চড়াও জনতা, গ্রেপ্তার এক

ওড়িশার ভদ্রক জেলায় ১০ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় বুধবার সকাল থেকে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার ঝোপের আড়াল থেকে রক্তাক্ত দেহ উদ্ধারের পর থেকেই সুবিচারের দাবিতে চাঁদবালি থানা ঘেরাও করেন কয়েকশো গ্রামবাসী। উত্তেজিত জনতাকে সামলাতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। অভিযুক্তকে ইতিমধ্যেই জগসিংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার জেরে এলাকার সমস্ত বেআইনি মদের ঠেক উচ্ছেদের দাবি তুলেছেন স্থানীয়রা।

অন্যদিকে, কর্ণাটকের বেলগাভি জেলায় ১৩ বছরের এক কিশোরীকে আখের ক্ষেতে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। আটা কল থেকে বাড়ি ফেরার পথে বাড়ি থেকে মাত্র ৩০০ মিটার দূরে এই নৃসংস কাণ্ড ঘটায় দুই যুবক। অভিযুক্ত মানিকান্তা ও ইরান্নাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাণনাশের হুমকি দেওয়ায় নির্যাতিতার পরিবার প্রথমে মুখ খুলতে পারেনি। বেলগাভির পুলিশ সুপার ভীমাশঙ্কর গুলেদ জানিয়েছেন, পকসো আইনে মামলা রুজু করে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy