লছমনপুরে তৃণমূলের অঞ্চল সভাপতি বদল ঘিরেই কোন্দল! ‘পদ কেনাবেচা’র অভিযোগে উত্তাল বাঁকুড়া

বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি ব্লকের লছমনপুর অঞ্চলে তৃণমূলের নতুন সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে দলের অন্দরেই বিদ্রোহ দেখা দিয়েছে। দীর্ঘদিনের সভাপতি দিলীপ মণ্ডলকে সরিয়ে প্রাক্তন পঞ্চায়েত প্রধান সভাকর মণ্ডলকে নতুন দায়িত্ব দিতেই ক্ষোভে ফেটে পড়েন নিচুতলার কর্মীদের একাংশ। তাঁদের সরাসরি অভিযোগ, টাকার বিনিময়ে এই পদ বিক্রি করা হয়েছে। বুধবার বেলাপাড়া গ্রামে বিক্ষুব্ধ কর্মীরা জমায়েত হয়ে এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান।

বিক্ষুব্ধ কর্মীদের দাবি, সভাকর মণ্ডল পঞ্চায়েত প্রধান থাকাকালীন দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সাধারণ কর্মীদের যোগ্য সম্মান দেননি। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে দিলীপ মণ্ডলকে পদে ফিরিয়ে না আনলে তাঁরা রাজ্য নেতৃত্বের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে, নতুন সভাপতি সভাকর মণ্ডল সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন, ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগার কারণেই কেউ কেউ এই বিক্ষোভ দেখাচ্ছেন। এই পরিস্থিতি নিয়ে শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি কটাক্ষ করে বলেন, “এটা আসলে দুর্নীতির টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে লড়াই, গোটা দলটাই দুর্নীতিগ্রস্ত।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy