আমি বেঁচে আছি, কিন্তু সরকারি খাতায় মরে গেলাম কেন? বাঁকুড়ার আরতি সহিসের করুণ আর্তি

ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া অর্থাৎ এসআইআর (SIR)-এর সামান্য ভুলের জেরে এক অদ্ভুত এবং আতঙ্কজনক পরিস্থিতির শিকার বাঁকুড়া শহরের ১৭ নম্বর ওয়ার্ডের পাটপুর এলাকার বাসিন্দা ৫৮ বছরের আরতি সহিস। সমস্ত সঠিক নথি জমা দেওয়া সত্ত্বেও খসড়া ভোটার তালিকায় তাঁকে ‘মৃত’ হিসেবে দেখানো হয়েছে। এই ঘটনায় আরতি দেবী ও তাঁর পরিবার এখন দিশেহারা।

আরতি দেবীর অভিযোগ, পরিবারের ৬ জন সদস্যের মধ্যে ৫ জনের নাম থাকলেও তাঁর নাম বাদ দিয়ে তাঁকে মৃতদের তালিকায় রাখা হয়েছে। তাঁর বড় ভয়, ভোটার তালিকা থেকে নাম কাটা গেলে ভোট দেওয়ার অধিকার তো হারাবেনই, সেই সঙ্গে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বা রেশনের মতো জরুরি সরকারি সুবিধাগুলিও বন্ধ হয়ে যেতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়ায় তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের দাবি, এটি কমিশনের ব্যর্থতা; অন্যদিকে বিজেপি স্থানীয় স্তরের গাফিলতিকে দায়ী করেছে। বর্তমানে আরতি দেবী ও তাঁর পরিবার নির্বাচন কমিশনের কাছে ফের আবেদন জানিয়ে নিজেদের অস্তিত্ব প্রমাণের লড়াই শুরু করেছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy