শীতবিলাসীদের জন্য দারুণ খবর! বড়দিনের আগেই বরফের সাদা চাদরে ঢাকা পড়ল পাহাড়। মঙ্গলবার রাত থেকেই সিকিমের লাচুং, পেলিং, রাবাংলা এবং ছাঙ্গু লেক এলাকায় শুরু হয়েছে টানা তুষারপাত। শুধু সিকিম নয়, দার্জিলিংয়ের সান্দাকফু ও সীমান্ত এলাকাতেও তুষারপাতের খবর পাওয়া গিয়েছে। মরশুমের এই প্রথম তুষারপাতে কার্যত রূপকথার দেশে পরিণত হয়েছে শৈলশহর।
পাহাড়ের আবহাওয়া ও পর্যটন: তুষারপাতের পাশাপাশি বুধবার সিকিমের রাবাংলায় শিলাবৃষ্টিও হয়েছে, যার ফলে একধাক্কায় অনেকটা কমেছে তাপমাত্রা। গ্যাংটকের সর্বনিম্ন তাপমাত্রা ৮-৯ ডিগ্রির আশেপাশে থাকলেও মঙ্গন ও লাচুংয়ে পারদ আরও নিচে। বড়দিনের আগে এমন আবহাওয়া দেখে পর্যটকদের মধ্যে চরম উচ্ছ্বাস দেখা দিয়েছে। তবে পর্যটকদের বড় প্রশ্ন— দার্জিলিং ম্যাল কি এবার তুষারে ঢাকবে? হাওয়া অফিস জানিয়েছে, সান্দাকফুতে বরফ পড়লেও মূল দার্জিলিং শহরে বড়দিনে তুষারপাতের সম্ভাবনা খুব একটা নেই।
সমতলে হাড়কাঁপানো ঠান্ডা: সিকিমে এই বৃষ্টি ও তুষারপাতের জেরে উত্তরের সমতলের জেলাগুলিতে শীতের দাপট আরও বাড়বে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন কুয়াশার সঙ্গে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হবে। দার্জিলিংয়ে বর্তমানে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে, যা চলতি সপ্তাহে আরও কমে ৩ ডিগ্রিতে নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।