“আমি তোমার কাছে আসছি…”, হোয়াটসঅ্যাপে স্ত্রীর ছবি দিয়ে স্ট্যাটাস, হোটেলের ঘরে যুবকের করুণ পরিণতি

শহর থেকে মফস্বল—একদিনে দুই মর্মান্তিক মৃত্যুসংবাদে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথম ঘটনায়, রাধেনগর এলাকার একটি হোটেল থেকে অলোক বর্মা (২৭) নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, সোমবার রাতে হোটেলের ১১০ নম্বর ঘরে ঢোকার পর মঙ্গলবার সকালে তাঁর কোনো সাড়াশব্দ মেলেনি। পুলিশ দরজা ভেঙে দেখে, সিলিং ফ্যান থেকে প্লাস্টিকের দড়িতে ঝুলছেন অলোক। মৃত্যুর আগে নিজের প্রথম স্ত্রীর ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, “আমি তোমার কাছে আসছি। সবাই আমায় ক্ষমা করো।” দ্বিতীয় বিয়ে করলেও প্রথম স্ত্রীর মৃত্যুশোকই এই চরম সিদ্ধান্তের নেপথ্যে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে, কুরুক্ষেত্রের একটি রিসর্টে ঘটে গেল হাড়হিম করা দুর্ঘটনা। কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচতে বদ্ধ ঘরে কয়লার উনুন জ্বালিয়ে ঘুমিয়েছিলেন উত্তরপ্রদেশের ৫ শ্রমিক। জানালা-দরজা বন্ধ থাকায় কয়লার বিষাক্ত ধোঁয়া বা কার্বন মনোক্সাইড গ্যাসে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। মঙ্গলবার সকালে রিসর্ট কর্মীরা ঘরে গিয়ে দেখেন, পাঁচজনেই অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। শীতকালে এমন ঝুঁকি এড়াতে বারবার সতর্ক করছে প্রশাসন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy