রাতের অন্ধকারে তিন ফসলি জমি সাবাড়! বারুইপুরে আইসি-র হানা, জালে ৯ মাটি মাফিয়া

রাতের অন্ধকারে চাষের জমি থেকে মাটি কেটে পাচারের বড়সড় চক্র ফাঁস করল বারুইপুর থানার পুলিশ। বারুইপুর থানার আইসি অর্ধেন্দু শেখর দে সরকারের নেতৃত্বে উত্তরভাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হাতেনাতে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাটি বোঝাই ৭টি ট্রাক্টর।

কীভাবে চলত এই কারবার? পুলিশ সূত্রে খবর, উত্তরভাগ, চক্রবর্তী আবাদ, কালাবড়ু সহ বিস্তীর্ণ এলাকায় জেসিবি মেশিন লাগিয়ে তিন ফসলি জমি থেকে মাটি লুট করা হচ্ছিল। মূলত স্থানীয় ইটভাটা এবং ক্যানিং-বারুইপুর সীমান্তে গজিয়ে ওঠা নতুন পিকনিক গার্ডেনগুলিতে এই মাটি সরবরাহ করা হচ্ছিল। এক বিঘা জমি ১ থেকে দেড় লক্ষ টাকায় কিনে নিয়ম না মেনে ৩৫-৪০ ফুট গভীর করে মাটি কেটে নেওয়া হচ্ছিল। এতে শুধু চাষের জমি নষ্ট হচ্ছে তাই নয়, পার্শ্ববর্তী জমিগুলিও ধসে যাওয়ার উপক্রম হয়েছে।

স্থানীয় চাষিদের অভিযোগ, জমির মালিক বা ভাগচাষিদের অন্ধকারে রেখেই এই মাফিয়া সিন্ডিকেট কাজ করছে। এই চক্রের পেছনে বড় কোনো মাথা আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পঞ্চায়েত প্রধান সোমনাথ চক্রবর্তী জানিয়েছেন, দালালি চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। পুলিশ সাফ জানিয়েছে, অবৈধ মাটির কারবারিদের বিরুদ্ধে এই অভিযান লাগাতার চলবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy