অস্কার ২০২৬-এর প্রাথমিক তালিকায় জায়গা করে নিয়ে যখন সাফল্যের শিখরে নীরজ ঘাইওয়ানের ছবি ‘হোমবাউন্ড’, তখনই গুরুতর আইনি সমস্যায় জড়াল এই চলচ্চিত্র। ঈশান খট্টর ও বিশাল জেঠওয়া অভিনীত এই ছবির বিরুদ্ধে সরাসরি ‘গল্প চুরির’ অভিযোগ তুলেছেন লেখিকা ও সাংবাদিক পূজা চাঙ্গোইওয়ালা। তাঁর দাবি, ধর্মা প্রোডাকশনসের ব্যানারে নির্মিত এই ছবিটি তাঁর ২০২১ সালে প্রকাশিত জনপ্রিয় উপন্যাস ‘হোমবাউন্ড’-এর হুবহু নকল।
কী কী মিল পাওয়া গিয়েছে? লেখিকার আইনজীবী ইতিমধ্যেই ধর্মা প্রোডাকশনসকে আইনি নোটিশ পাঠিয়েছেন। পূজার অভিযোগ, ছবিতে শুধু তাঁর উপন্যাসের নামই ব্যবহার করা হয়নি, বরং গল্পের ঘটনাক্রম, দৃশ্যপট এমনকি বেশ কিছু সংলাপও বই থেকে সরাসরি তুলে নেওয়া হয়েছে। ২০২০ সালের কোভিড অতিমারির সময় পরিযায়ী শ্রমিকদের জীবন সংগ্রাম নিয়ে উপন্যাসটি লেখা হয়েছিল। ছবিতেও সেই একই প্রেক্ষাপট এবং দ্বিতীয় অর্ধে গল্পের মিল স্পষ্ট বলে দাবি করেছেন লেখিকা। পূজা জানান, “বড় সংস্থার বিরুদ্ধে লড়াই সহজ নয়, কিন্তু মেধাস্বত্ব রক্ষার জন্য আমি প্রতিবাদ করতে বাধ্য হয়েছি।”
সাফল্য বনাম বিতর্ক: ধর্মা প্রোডাকশনস অভিযোগ অস্বীকার করলেও আইনি লড়াই জারি রয়েছে। এদিকে, এই বিতর্কের মধ্যেই ছবিটি বিশ্বমঞ্চে সমাদৃত হয়েছে। ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে শেষ ১৫টি ছবির তালিকায় জায়গা করে নিয়েছে ‘হোমবাউন্ড’। ঈশান ও বিশালের অনবদ্য অভিনয় এবং পুলিশের চাকরি পাওয়ার স্বপ্ন নিয়ে বোনা এই গল্পের সাফল্যের মুকুটে অস্কারের হাতছানি থাকলেও, চুরির অভিযোগ নির্মাতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।