নিখোঁজ মানুষের খোঁজে থানায় ডায়েরি করা তো দস্তুর, কিন্তু প্রিয় পোষ্য ছাগল হারিয়ে যাওয়ার পর তাকে ফিরে পেতে সটান থানায় হাজির হলেন এক ব্যক্তি। আর তাঁর সেই মৌখিক আর্জি শুনে বিন্দুমাত্র দেরি না করে তল্লাশিতে নামল পুলিশও। বীরভূমের মহম্মদবাজার থানার পুলিশের এই মানবিক ও তৎপর ভূমিকায় আপাতত মজেছেন নেটপাড়ার বাসিন্দারা।
ঘটনাটি ঠিক কী? বীরভূমের মহম্মদবাজার থানার অন্তর্গত শেহেরাকুড়ির বাসিন্দা আশিস কোনাই। সোমবার দুপুর থেকেই তাঁর একটি প্রিয় ছাগলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গ্রামের ইতিউতি এবং পরিচিত সব জায়গায় তন্নতন্ন করে খুঁজেও ছাগলের দেখা মেলেনি। শেষমেশ উপায়ন্তর না দেখে মহম্মদবাজার থানায় গিয়ে হাজির হন আশিসবাবু। কর্তব্যরত পুলিশ আধিকারিকদের কাছে তাঁর হারানো ছাগলটি খুঁজে দেওয়ার মৌখিক আবেদন জানান তিনি।
রাতের অন্ধকারেই উদ্ধার: সাধারণত এ জাতীয় তুচ্ছ অভিযোগে পুলিশ আমল না দিলেও, মহম্মদবাজার থানার পুলিশ বিষয়টিকে গুরুত্বের সঙ্গেই নেয়। এলাকায় টহল দেওয়ার পাশাপাশি জঙ্গল লাগোয়া এলাকাগুলিতেও শুরু হয় তল্লাশি। অবশেষে সোমবার রাতে জঙ্গল লাগোয়া রাস্তার ধার থেকে ছাগলটিকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখেন পুলিশ কর্মীরা। সেটিকে উদ্ধার করে রাতেই আশিসবাবুর হাতে তুলে দেওয়া হয়। হারানো পোষ্যকে ফিরে পেয়ে আপ্লুত মালিক পুলিশের এই সহায়তাকে ধন্যবাদ জানিয়েছেন।