স্কলারশিপের টাকা পাওয়া নিয়ে সংশয়? ঐক্যশ্রী ও SVMCM নিয়ে জরুরি আপডেট দিল সংখ্যালঘু উন্নয়ন দপ্তর

রাজ্যের হাজার হাজার পড়ুয়ার জন্য স্বস্তির খবর। ঐক্যশ্রী ও স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স (SVMCM) স্কলারশিপ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম (WBMDFC)। ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আবেদন প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশা কাটাতে জারি করা হয়েছে নতুন নির্দেশিকা।

সংখ্যালঘু উন্নয়ন দপ্তর জানিয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের SVMCM স্কলারশিপের জন্য বর্তমানে শুধুমাত্র রিনিউয়াল (Renewal) প্রক্রিয়া পুনরায় চালু করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আবেদন চলবে। অন্যদিকে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য Post Matric, TSP, MCM এবং SVMCM স্কলারশিপের Fresh এবং Renewal—উভয় ধরনের আবেদনই গ্রহণ করা হচ্ছে। এই আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত।

আবেদনকারীদের জন্য বিশেষ সতর্কতা: অনেক পড়ুয়াই বিকাশ ভবনের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সঙ্গে ঐক্যশ্রী পোর্টালের SVMCM-কে গুলিয়ে ফেলেন। দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে, আবেদন করার সময় পোর্টাল এবং স্কিম ভালো করে যাচাই করে নেওয়া জরুরি। যারা এখনও আবেদন করেননি, তাঁদের হাতে ৩-৪ মাস সময় থাকলেও, শেষ মুহূর্তের ভিড় এড়াতে দ্রুত আবেদন শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলে আর কোনও আবেদন গ্রহণ করা হবে না।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy