ভোটার তালিকায় আপনার নাম ঠিক আছে তো? শুরু হলো SIR শুনানি, আগে ডাক পাচ্ছেন কারা?

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের জন্য বিশেষ নিবিড় প্রক্রিয়া বা ‘এসআইআর’ (SIR) শুরু করল নির্বাচন কমিশন। এই প্রক্রিয়ায় মূলত ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তথ্যের অমিল থাকা ভোটারদের ওপর নজর দেওয়া হচ্ছে। কমিশন জানিয়েছে, প্রথম ধাপে এমন ৩২ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হবে যাদের তথ্যে বড়সড় অসঙ্গতি রয়েছে। ইতিমধ্যেই ২০ লক্ষ নোটিস তৈরির কাজ শেষ হয়েছে এবং বহু ভোটারের ঠিকানায় তা পৌঁছাতে শুরু করেছে। প্রথম ধাপের পর আরও প্রায় ১ কোটি ৩৬ লক্ষ ভোটারকে পরবর্তী পর্যায়ে ডাকা হতে পারে।

তবে সাধারণ ভোটারদের সুবিধার্থে বুথ লেভেল অফিসার বা বিএলও-দের (BLO) বিশেষ ক্ষমতা দিয়েছে কমিশন। এখন থেকে বাবার নামে সামান্য ভুল থাকলে বিএলও-রা অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে মুচলেকা দিয়ে তা সংশোধন করতে পারবেন। এর ফলে ওই সব ভোটারদের আর সশরীরে শুনানিতে হাজির হতে হবে না। শুনানির গতি বাড়াতে প্রতিটি বুথ থেকে দিনে ১৫০ জন করে ভোটারকে ডাকার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতায় বিভিন্ন সরকারি কলেজ ও দফতরে এবং জেলাগুলোতে বিডিও (BDO) অফিসে এই শুনানির ব্যবস্থা করা হয়েছে। গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে ৪ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মীকে ‘মাইক্রো অবজার্ভার’ হিসেবে নিয়োগ করা হয়েছে, যাঁদের প্রশিক্ষণ হবে আগামী বুধবার নজরুল মঞ্চে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy