বিয়ের সঠিক বয়স কত? এই প্রশ্নটি চিরকালই বিতর্কিত। অধিকাংশ পুরুষই নিজের পায়ে দাঁড়িয়ে থিতু হতে গিয়ে অনেকটা সময় নিয়ে ফেলেন। কিন্তু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণা এক চমকপ্রদ তথ্য সামনে এনেছে। বিজ্ঞানীদের মতে, ২৫ বছর বয়সের মধ্যে বিয়ে করলে পুরুষদের দীর্ঘজীবী ও সুস্থ থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে।
গবেষণায় দেখা গেছে, পুরুষদের ক্ষেত্রে আয়ু বৃদ্ধির সরাসরি সম্পর্ক রয়েছে তাঁদের দাম্পত্য সুখের সঙ্গে। ২৫ বছরের মধ্যে বিয়ে করলে মনের মতো সঙ্গী পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, যা মানসিক চাপ কমিয়ে জীবনকে গতিশীল ও ছন্দময় করে তোলে। জীবন নিশ্চিন্ত ও সুখের হলে তা শারীরিক স্বাস্থ্যের ওপরও ইতিবাচক প্রভাব ফেলে। সাধারণত ভাবা হয় পুরুষদের দেরিতে বিয়ে করাই ভালো, কিন্তু এই গবেষণায় দেখা গেছে যে ৩০-এর আগেই জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া মানসিক ও শারীরিকভাবে অত্যন্ত উপকারী। তাই সুখী ও দীর্ঘ জীবনের জন্য ২৫-এর গণ্ডিতেই বিয়ের পিঁড়িতে বসার পরামর্শ দিচ্ছেন গবেষকরা।