পেশিতে টান বা কাঁপুনি? অবহেলা করবেন না, হতে পারে মারণ ক্যানসারের ইঙ্গিত!

ক্যানসার মানেই এক অজানা আতঙ্ক। শরীরের কোনো অংশে কোষের অস্বাভাবিক বৃদ্ধিই এই মারণ রোগের মূল কারণ। তবে অনেক সময় আমরা ছোটখাটো উপসর্গকে গুরুত্ব দিই না, যা পরবর্তীকালে প্রাণঘাতী হয়ে দাঁড়ায়। বিশেষ করে পেশিতে ঘা, কাঁপুনি বা হঠাৎ করে শরীর ঝাকুনি দেওয়া হতে পারে ক্যানসারের প্রাথমিক লক্ষণ।

চিকিৎসকদের মতে, যখন কোনো টিউমার মস্তিষ্কে চাপ সৃষ্টি করে, তখন শরীরের স্বাভাবিক স্নায়বিক কাজ ব্যাহত হয়। এর ফলে মস্তিষ্কের নিউরনগুলো উত্তেজিত হয়ে পেশিতে খিঁচুনি, অসাড়তা বা অনিয়ন্ত্রিত কম্পন সৃষ্টি করতে পারে। বিশেষ করে টেম্পোরাল বা ফ্রন্টাল লোবে টিউমার ছড়িয়ে পড়লে মানুষের কথা বলা, সিদ্ধান্ত নেওয়া বা চিন্তাশক্তির ওপর প্রভাব পড়ে।

শুধু মস্তিষ্ক নয়, মেরুদণ্ডের ক্যানসার বা স্পাইনাল কর্ড টিউমারের ক্ষেত্রেও পা ও গোড়ালির পেশি শক্ত হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। প্রোস্টেট, ফুসফুস বা স্তন ক্যানসারের কোষগুলো সহজেই মেরুদণ্ডে ছড়িয়ে পড়তে পারে (Metastasis)। এর ফলে তীব্র পিঠে ব্যথা হয়, যা ওষুধেও কমে না এবং শোয়া অবস্থায় আরও বেড়ে যায়। এই ধরনের অবহেলা পঙ্গুত্বের কারণও হতে পারে। তাই পেশির দুর্বলতা বা পিঠের তীব্র ব্যথাকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে না গিয়ে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy