জাফরাবাদ জোড়া খুন, ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসির দাবিতে সরব শুভেন্দু অধিকারী

মুর্শিদাবাদের সামশেরগঞ্জের জাফরাবাদে তৃণমূল নেতা হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে নৃশংসভাবে খুনের ঘটনায় ঐতিহাসিক সাজা ঘোষণা করল জঙ্গিপুর মহকুমা আদালত। অভিযুক্ত ১৩ জনকেই দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। তবে আদালতের এই রায়কে পূর্ণাঙ্গভাবে স্বাগত জানাতে পারছেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এক সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বলেন, “আমরা আজকের রায়কে স্বাগত জানাতে পারছি না। এই ঘটনায় অপরাধীদের ফাঁসির সাজা হওয়া উচিত ছিল। পরিবারের পক্ষ থেকে যে ফাঁসির দাবি তোলা হয়েছে, আমি তার সঙ্গে পূর্ণ সহমত পোষণ করছি।” দীর্ঘ কয়েক বছরের আইনি লড়াই শেষে এই সাজা ঘোষণা করা হলেও, অপরাধের ভয়াবহতা অনুযায়ী শাস্তির মাত্রা কম বলে মনে করছেন বিরোধী দলনেতা। উল্লেখ্য, এই খুনের ঘটনাটি মুর্শিদাবাদের রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছিল এবং এদিন সাজা ঘোষণার সময় আদালত চত্বরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy