শীতপ্রেমীদের জন্য বড় সুখবর! দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কুয়াশার চাদর সরিয়ে স্বমহিমায় ফিরছে শীত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বড়দিনের আগেই দক্ষিণবঙ্গ জুড়ে নামবে তাপমাত্রার পারদ। আগামী তিন দিনে রাজ্যের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এর ফলে আকাশ পরিষ্কার হবে এবং হাড়কাঁপানো ঠান্ডার আমেজ ফিরবে।
কলকাতার তাপমাত্রা বড়দিন নাগাদ ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। পশ্চিমাঞ্চলের জেলা যেমন বাঁকুড়া এবং পুরুলিয়ায় ঠান্ডা আরও প্রকট হবে, সেখানে পারদ নামতে পারে ৯ ডিগ্রিতে। উত্তরের জেলা দার্জিলিং, কালিম্পং বা কার্শিয়াংয়েও শীতের দাপট বাড়বে। আবহাওয়াবিদদের মতে, কাশ্মীরে তুষারপাতের জেরে উত্তুরে হাওয়ার পথ পরিষ্কার হয়েছে, যার ফলেই বাংলায় এই “শীতের খেলা” শুরু হতে চলেছে। বড়দিনের উৎসবের আনন্দ এবার কাঁপানো ঠান্ডাতেই উপভোগ করতে পারবেন বঙ্গবাসী।