সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীর হেনস্থার প্রতিবাদ করায় এবার খোদ শাসক দলের রোষানলে পড়ার অভিযোগ তুললেন প্রখ্যাত শিল্পী পল্লব কীর্তনীয়া। বড়দিনের সন্ধ্যায় পূর্ব বর্ধমানের ভাতার বইমেলায় তাঁর একটি সঙ্গীতানুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু শিল্পীর দাবি, লগ্নজিতার পাশে দাঁড়িয়ে সংবাদমাধ্যমে মুখ খোলার পরেই রাজনৈতিক চাপে উদ্যোক্তারা তাঁর অনুষ্ঠান বাতিল করে দিয়েছেন।
সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে পল্লব জানান, তাঁর ছবি দেওয়া ব্যানার টাঙানো এবং কার্ড ছাপানো হয়ে গেলেও শেষ মুহূর্তে তাঁকে ‘না’ বলে দেওয়া হয়। এই ঘটনায় রাজ্যের শিল্পীদের বাকস্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, রাজ্যে যে গণতন্ত্র নেই তা শিল্পীদের অনুষ্ঠান বাতিল থেকেই স্পষ্ট। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাগবুল ইসলাম এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন, দল শিল্পীর স্বাধীনতায় বিশ্বাস করে এবং এর সাথে রাজনীতির কোনো যোগ নেই। অন্যদিকে, আয়োজক মধুসূদন কোঙার দাবি করেছেন, বিজ্ঞাপনের টাকা কম আসায় সাম্মানিক ভাতা দিতে পারবেন না বলেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে, কোনো রাজনৈতিক চাপ ছিল না