পরিবেশবান্ধব জ্বালানি বা ‘সবুজ শক্তি’ উৎপাদনে দেশের মধ্যে নজির গড়তে চলেছে উত্তরপ্রদেশ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে রাজ্যে দুটি ‘সেন্টার অফ এক্সিলেন্স’ (COE) স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এই কেন্দ্রগুলি মূলত গ্রিন হাইড্রোজেন নিয়ে গবেষণা, প্রযুক্তিগত উন্নয়ন এবং কর্মসংস্থান তৈরির কাজ করবে।
নবান্ন বা উত্তরপ্রদেশ সচিবালয় সূত্রে খবর, প্রথম কেন্দ্রটি আইআইটি কানপুর ও হারকোর্ট বাটলার টেকনিক্যাল ইউনিভার্সিটির (HBTU) সহযোগিতায় তৈরি হবে। দ্বিতীয়টি আইআইটি-বিএইচইউ এবং গোরক্ষপুরের মদন মোহন মালব্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত হবে। এই কেন্দ্রগুলি ‘হাব-অ্যান্ড-স্পোক’ মডেলে রাজ্যের অন্যান্য ইঞ্জিনিয়ারিং কলেজগুলিকেও যুক্ত করবে। গ্রিন হাইড্রোজেন নীতি-২০২৪-এর অধীনে আগামী ৫ বছরে অন্তত ৫০টি স্টার্টআপকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে।
যোগী সরকারের এই মেগা পরিকল্পনার আরও একটি আকর্ষণীয় দিক হলো সবুজ পরিবহণ। রেল মন্ত্রকের সহযোগিতায় রাজ্যে গ্রিন হাইড্রোজেন চালিত ট্রেন চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি কানপুর-লখনউ ও বারাণসী রুটে চলবে পরিবেশবান্ধব হাইড্রোজেন বাস। এই উদ্যোগ কেবল কার্বন নিঃসরণ কমাবে না, বরং উত্তরপ্রদেশকে বিশ্বের অন্যতম প্রধান হাইড্রোজেন উদ্ভাবন কেন্দ্রে পরিণত করবে।