‘সাধারণ মানুষই ভিআইপি’, গঙ্গাসাগরে কোনো দাদাগিরি চলবে না! কড়া বার্তা মমতার

আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ২০২৬ সালের গঙ্গাসাগর মেলা। পুণ্যার্থীদের সুরক্ষা এবং স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এবার আগেভাগেই কোমড় বেঁধে নেমেছে রাজ্য প্রশাসন। এবারের মেলার সবচেয়ে বড় বিশেষত্ব হলো— ‘ভিআইপি কালচার’ বর্জন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন, গঙ্গাসাগরে সাধারণ পুণ্যার্থীরাই আসল ভিআইপি। যুবভারতীতে ফুটবল তারকা মেসির সফর ঘিরে যে বিশৃঙ্খলা হয়েছিল, তার পুনরাবৃত্তি রুখতেই ৫ জানুয়ারি নিজে সাগরে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রে খবর, দু’দিনের সফরে মুখ্যমন্ত্রী দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করবেন। মুড়িগঙ্গা নদীতে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ড্রেজিংয়ের কাজ চলছে, যাতে ভাটার সময়ও ভেসেল চলাচল ব্যাহত না হয়। সেচমন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া নিজে সোমবার লট নম্বর আট ও কচুবেড়িয়া জেটিঘাট পরিদর্শন করেছেন। সেচমন্ত্রীর দাবি, ৩১ ডিসেম্বরের মধ্যে ড্রেজিং ও অস্থায়ী জেটি তৈরির কাজ শেষ হয়ে যাবে। এ বছর কুম্ভমেলা না থাকায় গঙ্গাসাগরে রেকর্ড ভিড়ের সম্ভাবনা রয়েছে, তাই শৌচাগার, পানীয় জল ও নিরাপত্তা ব্যবস্থায় কোনো ফাঁক রাখতে চাইছে না সরকার।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy