ফের একবার শাসকের রক্তচক্ষুর শিকার হওয়ার অভিযোগ তুললেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী পল্লব কীর্তনীয়া। বর্ধমানের ভাতারের একটি বইমেলায় তাঁর নির্ধারিত অনুষ্ঠান বাতিল হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। পল্লবের স্পষ্ট দাবি, শাসক দলের বিরুদ্ধে গান গাওয়ার মাশুল গুনতে হচ্ছে তাঁকে।
শিল্পী জানান, তাঁর “প্রশ্ন কর না” গানটি জনপ্রিয় হওয়ার পর থেকেই সুপরিকল্পিতভাবে তাঁকে ব্রাত্য করে রাখা হয়েছে। পল্লব বলেন, “আমি জানি শাসকের বিরুদ্ধে গাইলে প্রত্যাঘাত আসবেই। আমি যখন মূল ইন্ডাস্ট্রির শিল্পীকুল থেকে বিচ্ছিন্ন এবং পুরোপুরি একা, তখন আমাকে একাই সব সইতে হবে।” গত দশ বছরে অসংখ্যবার তাঁর অনুষ্ঠান বাতিল করা হয়েছে এবং আসন্ন ‘গানমেলা’ সহ সমস্ত সরকারি ও বেসরকারি মঞ্চে তাঁকে ‘কালো তালিকাভুক্ত’ করে রাখা হয়েছে বলে অভিযোগ তাঁর। শিল্পীর এই বিস্ফোরক মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নতুন করে শুরু হয়েছে বাকস্বাধীনতার বিতর্ক।