শান্তিনিকেতনে পৌষমেলা শুরুর দিনেই বড়সড় আইনি ধাক্কা খেল বিশ্বভারতী কর্তৃপক্ষ ও বীরভূম জেলা প্রশাসন। কঠিন ও তরল বর্জ্য নিয়ন্ত্রণে আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে জাতীয় পরিবেশ আদালত (NGT) বীরভূম জেলা প্রশাসনকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে। একই সঙ্গে বিশ্বভারতীকেও জরিমানা করা হয়েছে (অঙ্ক পরে জানানো হবে)। পরিবেশ কর্মী সুভাষ দত্তর দায়ের করা মামলায় আদালত জানিয়েছে, বারবার নির্দেশ সত্ত্বেও ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ জমা দেয়নি কর্তৃপক্ষ। ফলে আগামী ২১ জানুয়ারি ২০২৬-এ বীরভূমের জেলাশাসক ও বিশ্বভারতীর কর্মসচিবকে সশরীরে আদালতে হাজির হওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
Home
OTHER NEWS
পৌষমেলার শুরুতেই বড় ধাক্কা! পরিবেশ আদালতের চরম ভর্ৎসনার মুখে বিশ্বভারতী ও জেলা প্রশাসন