শিল্প যে কোনো সীমানা মানে না, তা আরও একবার প্রমাণ করলেন বাঁকুড়ার জুনবেদিয়ার চিত্রশিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। পেশায় শিক্ষক হলেও নেশায় তিনি একজন দক্ষ ‘বোতল ও মাইক্রো আর্টিস্ট’। বড়দিন উপলক্ষ্যে একটি ক্ষুদ্র টমেটো কেচাপের বোতলের ভেতরে মাটি দিয়ে যীশুখ্রীষ্ট ও স্যান্টাক্লজের নিখুঁত অবয়ব ফুটিয়ে তুলেছেন তিনি। অত্যন্ত ধৈর্য সহকারে বোতলের সরু মুখ দিয়ে মাটি ঢুকিয়ে এই অসাধ্য সাধন করেছেন শিল্পী। তাঁর এই অভিনব ‘ক্রিসমাস থিম’ শিল্পকর্মটি বর্তমানে গোটা জেলায় চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
Home
OTHER NEWS
টমেটো কেচাপের বোতলে বন্দি যীশু-স্যান্টা! বড়দিনের আগে বাঁকুড়ার শিল্পীর তাক লাগানো সৃষ্টি