ত্রিপুরা সীমান্তে ফের রক্তপাত! কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ বিএসএফ জওয়ান, এলাকায় চরম উত্তেজনা

ভারত-বাংলাদেশ সীমান্তে ফের বড়সড় নিরাপত্তা সংকটের খবর সামনে এল। উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্তে কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হলেন ৩৫ বছর বয়সী বিএসএফ জওয়ান বিপিন কুমার। তিনি ৯৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য। রুটিন ডিউটির সময় আচমকাই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। জওয়ানের শরীরে দুটি গুলির ক্ষত পাওয়া গেছে এবং তাঁর অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনার পর সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং গুলির উৎস সন্ধানে তল্লাশি শুরু করেছে বিএসএফ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy