কলকাতায় ধুন্ধুমার! ওপার বাংলায় হিন্দু খুনের প্রতিবাদে উত্তাল রাজপথ, পুলিশের লাঠিচার্জে আহত বহু

বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার কার্যত স্তব্ধ হয়ে গেল কলকাতার রাজপথ। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের ডাকে শিয়ালদা থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন পর্যন্ত আয়োজিত এক বিশাল প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বেকবাগান চত্বরে। ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে শুরু হয় খণ্ডযুদ্ধ। উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ।

এদিনের প্রতিবাদ মিছিলে শামিল হয়েছিলেন কয়েক হাজার সনাতনী ও সাধু-সন্তরা। তাঁদের দাবি, বাংলাদেশে হিন্দুদের ওপর চলা অমানুষিক নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে এবং দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। কিন্তু হাই কমিশনের সামনে পৌঁছানোর আগেই পুলিশি বাধার মুখে পড়েন তাঁরা। পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন বিক্ষোভকারী গুরুতর আহত হন এবং বেশ কয়েকজনকে আটক করা হয়।

পুলিশি এই পদক্ষেপের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, একদিকে ওপার বাংলায় হিন্দুরা খুন হচ্ছে, আর এখানে তাঁদের হয়ে আওয়াজ তুললে লাঠি দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার জেরে মধ্য কলকাতায় দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় এবং এলাকা থমথমে হয়ে পড়ে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy