মঙ্গলবার ভোরে কুয়াশাভেজা শান্তিনিকেতনের গৌরপ্রাঙ্গণে বৈতালিকের সুর এবং ছাতিমতলায় ব্রহ্ম উপাসনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হল এবারের পৌষ উৎসবের। প্রতি বছরের মতো এবারও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দীক্ষা দিবসকে কেন্দ্র করে উৎসবের মেজাজে সেজে উঠেছে বিশ্বভারতী। ভোরের আলো ফুটতেই শান্তিনিকেতনের ছাতিমতলায় এক মায়াবী ও আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়, যা কবিগুরুর সেই চিরাচরিত শান্তিনিকেতনী ভাবনাকেই মনে করিয়ে দেয়।
এদিন সকালে ছাতিমতলায় উপাসনায় শান্তিনিকেতন আশ্রমিক ও ছাত্রছাত্রীদের সমাগম ছিল চোখে পড়ার মতো। উপাসনার মধ্য দিয়ে শুরু হওয়া এই উৎসব আগামী ৬ দিন ধরে চলবে। বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের অনুমান, মেলা ও উৎসব ঘিরে আগামী কয়েক দিনে লক্ষাধিক মানুষের ভিড় জমবে। আশ্রম চত্বর থেকে শুরু করে মেলা প্রাঙ্গণ—সবত্রই এখন সাজ সাজ রব। একঝলকে দেখে নিন পৌষ উৎসবের সূচনার কিছু অনন্য মুহূর্তের ফটো অ্যালবাম।