সাজাই শেষ কথা! হরগোবিন্দ-চন্দন খুনে কুখ্যাত জমি মাফিয়া হযরত-সহ ১৩ জনের ‘আমৃত্যু’ কারাদণ্ড

মুর্শিদাবাদের জাফরাবাদে গত ১২ এপ্রিলের সেই নৃশংস জোড়া হত্যাকাণ্ডে ঐতিহাসিক রায় দিল জঙ্গিপুর মহকুমা আদালত। হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসকে কুপিয়ে খুনের দায়ে কুখ্যাত জমি মাফিয়া হযরত শেখ ওরফে হযরত আলী-সহ মোট ১৩ জনকেই ‘আমৃত্যু’ কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। অর্থাৎ, জীবনের শেষ দিন পর্যন্ত এই ১৩ জনকে জেলেই কাটাতে হবে।

আমৃত্যু সাজাপ্রাপ্তদের তালিকায় রয়েছে হযরত শেখ, দিলদার নদাব, আসমাউল নদাব, ইনজামুল হক, জিয়াউল হক, ফেকারুল শেখ, আজফারুল শেখ ওরফে বিলাই, মনিরুল শেখ, ইকবাল শেখ, সাবা করিম, একবার আলী, নুরুল ইসলাম এবং ইউসুফ শেখ। পেশায় এদের কেউ ব্যবসায়ী, কেউ রাজমিস্ত্রি বা পরিযায়ী শ্রমিক। আদালত স্পষ্ট জানিয়েছে, এই ধরনের অপরাধীদের সমাজে অবাধ বিচরণ অন্য দুষ্কৃতীদের জন্য প্রশ্রয়ের কারণ হতে পারে, তাই এই কঠোর সাজা অনিবার্য ছিল।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনের নামে গত ১২ এপ্রিল সামশেরগঞ্জ ও ধুলিয়ান এলাকায় যে হিংসা ছড়িয়েছিল, তারই বলি হয়েছিলেন হরগোবিন্দ ও চন্দন। বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের সামনেই তাঁদের কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনাকে বিজেপি ‘হিন্দু নির্যাতন’ বলে সরব হয়েছিল। আদালতের এই রায়ে নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করলেও তাঁদের গলায় ছিল স্বজন হারানোর বিষণ্ণ সুর।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy