অস্কারের লড়াইয়ে ভারতের ‘হোমবাউন্ড’! বাদ পড়লেন জনপ্রিয় অভিনেত্রী রিম শেখ, নেপথ্যে কোন কারণ?

নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের বায়োপিক ‘গুল মাকাই’-খ্যাত অভিনেত্রী রিম শেখকে নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এল। অস্কারের লড়াইয়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা ‘হোমবাউন্ড’ (Homebound) সিনেমার গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সম্পাদনার টেবিলে তাঁর সমস্ত দৃশ্য বাদ পড়ায় সিনেমার চূড়ান্ত সংস্করণে রিমকে আর দেখা যায়নি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা ঈশান খট্টর জানান, রিমকে মূলত তাঁর বিপরীতে মহম্মদ শোয়েব আলির প্রেমিকার চরিত্রে কাস্ট করা হয়েছিল। এমনকি তাঁদের মধ্যে একটি সুন্দর রোমান্টিক সিক্যুয়েন্সের শুটিংও শেষ হয়েছিল। কিন্তু সিনেমার দৈর্ঘ্য এবং গল্পের গতি বজায় রাখতে পরিচালক নীরজ ঘায়ওয়ান সেই অংশটি বাদ দেওয়ার কঠিন সিদ্ধান্ত নেন। ঈশানের কথায়, “রিম অসাধারণ অভিনেত্রী, দৃশ্যটিও দারুণ ছিল। কিন্তু সিনেমার স্বার্থে কখনও কখনও নিজের প্রিয় জিনিসকেও বিসর্জন দিতে হয়।”

উল্লেখ্য, ঈশান খট্টর, বিশাল জেঠওয়া এবং জাহ্নবী কাপুর অভিনীত ‘হোমবাউন্ড’ ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে। আগামী ২২ জানুয়ারি, ২০২৬ সালে চূড়ান্ত মনোনয়নের তালিকা ঘোষণা করা হবে। রিম শেখ অস্কারের মঞ্চে থাকার সুযোগ হারালেও সিনেমাটি এখন বিশ্বমঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করার অপেক্ষায়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy