মঙ্গলবার সকালে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়িতে নেমে এল শোকের ছায়া। ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই বাইক আরোহী যুবক। মৃতদের নাম কমল রায় ও প্রসেনজিৎ দাস, দুজনেই ব্রজেরকুঠি এলাকার বাসিন্দা। কুয়াশাচ্ছন্ন রাস্তায় দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিক অনুমান।
পুলিশ সূত্রে খবর, সকালে বাইকে চেপে বারবিশার দিকে যাচ্ছিলেন কমল ও প্রসেনজিৎ। কুয়াশার দাপটে রাস্তার পরিস্থিতি ছিল অত্যন্ত জটিল। কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালের সামনে প্রথমে একটি সাইকেলের সঙ্গে তাঁদের বাইকের ধাক্কা লাগে। ভারসাম্য হারিয়ে বাইকটি উল্টে গিয়ে সজোরে ধাক্কা মারে একটি চলন্ত ভুটভুটি গাড়িতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক কমল রায়ের। আশঙ্কাজনক অবস্থায় প্রসেনজিৎকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত হয়েছেন সাইকেল চালকও। কুমারগ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শীতের মরসুমে কুয়াশার কারণে দুর্ঘটনা রুখতে পুলিশ প্রশাসনের তরফে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। হেডলাইট ব্যবহার করা এবং প্রয়োজনে কুয়াশা না কাটা পর্যন্ত রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন আধিকারিকরা।