বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা থেকে নাম বাদ পড়তেই বিস্ফোরক অভিযোগ তুললেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিশা চট্টোপাধ্যায়। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের বিরুদ্ধে সরাসরি সাম্প্রদায়িকতার অভিযোগ এনে নিশা বলেন, “আমি হিন্দু বলেই হুমায়ুন চাচা আমাকে বাদ দিয়েছেন। ওঁর রাজনীতি বাবরি মসজিদকে কেন্দ্র করে, তাই খুব স্বাভাবিকভাবেই উনি হিন্দুদের দলে রাখবেন না।”
সোমবার বেলডাঙায় ঘটা করে নিশার নাম ঘোষণা করলেও মঙ্গলবার সকালে তা প্রত্যাহার করে নেন হুমায়ুন। কারণ হিসেবে তিনি নিশার খোলামেলা পোশাকের ভিডিও এবং ব্লগকে দায়ী করেন। হুমায়ুন সাফ জানান, “বিধানসভা একটি পবিত্র জায়গা, সেখানে এমন পোশাক পরিহিত ব্যক্তিদের জায়গা নেই।” এর পাল্টা হিসেবে নিশা তৃণমূলের সায়নী ঘোষ, নুসরাত জাহান বা মিমি চক্রবর্তীর উদাহরণ টেনে বলেন, “ওরা খোলামেলা পোশাকে বা হাতে সিগারেট নিয়ে ভিডিও দিলেও তো সাংসদ হতে বাধা হয় না, তবে আমার ক্ষেত্রে কেন এই নীতি?”
বিতর্কের মাঝেই হুমায়ুন কবীর স্পষ্ট করে দিয়েছেন যে, বালিগঞ্জ কেন্দ্রে এবার কোনও মুসলিম প্রার্থীকেই টিকিট দেওয়া হবে। আগামী সাত দিনের মধ্যে সেই নাম ঘোষণা করা হবে। রাজনৈতিক মহলের মতে, স্রেফ পোশাক বিতর্ক নয়, এর নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক মেরুকরণ। প্রার্থীপদ হারানো নিশা এখন সরাসরি হুমায়ুনের ‘আদর্শ’ নিয়ে প্রশ্ন তুলে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক উস্কে দিলেন।