বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নৃশংসতা থামার নাম নেই। দীপু চন্দ্র দাসের মর্মান্তিক হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম বাণিকপাড়া অঞ্চলে ভয়াবহ হামলা চালাল একদল দুষ্কৃতী। জয়ন্তী সংঘের বাসিন্দা বাবু শুকুশিলের বাড়িতে আগুন লাগিয়ে সেটিকে ভস্মীভূত করে দেওয়া হয়েছে। হামলার সময় পরিবারের সদস্যরা প্রাণভয়ে পালিয়ে গেলেও, আগুনের লেলিহান শিখায় পুড়ে মৃত্যু হয়েছে বাড়ির অবলা পোষ্যটির। সব হারিয়ে এখন দিশেহারা ওই পরিবার।
হাড়হিম করা বিষয় হলো, শুধু বাড়ি পোড়ানোই নয়, এলাকায় হিন্দুদের হুমকি দিয়ে পোস্টারও সাঁটিয়েছে মৌলবাদীরা। সেখানে সাফ জানানো হয়েছে, হিন্দুদের প্রতিটি গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। এমনকি ইসলাম বিরোধী কাজের ‘অজুহাত’ তুলে ঘরবাড়ি, ব্যবসা ও সম্পত্তি ধ্বংস করার চূড়ান্ত হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ওই পোস্টারে।
এত কিছুর পরেও নির্লিপ্ত মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। দীপু দাসের খুনের ঘটনায় ধর্মীয় যোগ অস্বীকার করার পর, রাউজানের এই ঘটনাতেও প্রশাসনের ভূমিকা প্রশ্নচিহ্নের মুখে। পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা একের পর এক হিন্দু পরিবারকে লক্ষ্যবস্তু করায় এখন অস্তিত্ব সংকটে ওপার বাংলার সংখ্যালঘুরা।