বাঁকুড়া একসময় বিজেপির অভেদ্য দুর্গ হিসেবে পরিচিত থাকলেও, ২০২৪-এর লোকসভা নির্বাচনের পর থেকেই সেখানে ভাঙনের সুর স্পষ্ট। এবার সেই ক্ষতের গভীরতা আরও বাড়িয়ে ওন্দা বিধানসভা কেন্দ্রে বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির। সোমবার সন্ধ্যায় ওন্দা-১ অঞ্চলের গোগড়া গ্রামের প্রায় ৭০টি পরিবারের ৩০০ জন ভোটার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
যোগদানকারীদের মধ্যে ৬৯টি পরিবার বিজেপির সক্রিয় সমর্থক ছিল এবং একটি পরিবার সিপিআইএম থেকে এসেছে। তৃণমূলের দাবি, ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার জনবিচ্ছিন্নতার কারণেই এই দলবদল। ব্লক তৃণমূল সভাপতি উত্তম বিদ হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিধায়কের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। মানুষ ধোঁকা বুঝতে পেরে মমতার উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হচ্ছেন।”
পাল্টা জবাবে বিজেপি বিধায়ক অমরনাথ শাখা এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ। তিনি তৃণমূল নেতাদের ‘চোর’ বলে কটাক্ষ করে দাবি করেন, “ওন্দায় বিজেপি ছিল এবং থাকবে। আগামীতে জয়ের ব্যবধান আরও বাড়বে।” তবে ভোটের আগে এই ‘যোগদান মেলা’ যে বাঁকুড়ার রাজনৈতিক সমীকরণ বদলে দিচ্ছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।