সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বিএলএ (BLA) সম্মেলনে চরম বিশৃঙ্খলা। বক্তব্য চলাকালীন আচমকাই যান্ত্রিক গোলযোগ আর মাইক বিভ্রাটে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পিছন দিকের কর্মীরা শুনতে পাচ্ছেন না বলে চিৎকার শুরু করলে ক্ষোভে ফেটে পড়েন তিনি। সরাসরি ‘অন্তর্ঘাতে’র (Sabotage) আশঙ্কা প্রকাশ করে পুলিশ ও দলীয় নেতৃত্বকে তুলোধনা করেন তৃণমূল নেত্রী।
মমতা সাফ জানান, “মাইক ম্যানরা বারবার সমস্যা করছেন। শিল্প বৈঠকেও এমনটা হয়েছিল। এবার আমাকে অ্যাকশন নিতে হবে।” পুলিশের নজরদারি এবং দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের গাফিলতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মঞ্চ থেকেই প্রশ্ন করেন, অনুষ্ঠান শুরুর আগে কেন সাউন্ড চেক করা হয়নি?
এদিন সভা থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও আক্রমণাত্মক মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বিজেপিকে জেতানোর জন্য বারবার নির্দেশিকা বদল করা হচ্ছে। ম্যাপিং থেকে শুরু করে নাম বিভ্রাট—কমিশনের কাজের দীর্ঘ ‘ভুলের’ তালিকা পেশ করে দলীয় কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।