“আমি ভারতীয় শুনলে ছিঁড়ে খেত!” বাংলাদেশে তাণ্ডবের মুখে শিরাজ আলি খান, শিউরে ওঠা অভিজ্ঞতায় সরগরম ওপার বাংলা

বাংলাদেশে ক্রমবর্ধমান ভারতবিরোধী মনোভাব আর নজিরবিহীন অস্থিরতার শিকার হতে হল প্রখ্যাত সরোদ শিল্পী শিরাজ আলি খানকে। কিংবদন্তি শিল্পী ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রপৌত্র এবং আলী আকবর খাঁ-র নাতি শিরাজকে স্রেফ নিজের ‘ভারতীয়’ পরিচয় গোপন করে প্রাণ হাতে নিয়ে ফিরতে হল কলকাতায়। ১৯ ডিসেম্বর ঢাকার প্রখ্যাত সাংস্কৃতিক কেন্দ্র ‘ছায়ানট’-এ তাঁর অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই উন্মত্ত ভিড়ের তাণ্ডবে ধ্বংস হয়ে যায় সেই প্রতিষ্ঠান।

মানসিকভাবে বিপর্যস্ত শিল্পী জানান, বিমানবন্দরে পৌঁছানো পর্যন্ত তিনি নিজের ভারতীয় পাসপোর্ট ও মোবাইল ফোন চালকের কাছে লুকিয়ে রেখেছিলেন। এমনকি চেকপোস্টে ধরা পড়ার ভয়ে নিজের মায়ের কাছে শেখা ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় কথা বলে পরিচয় গোপন করেন তিনি। শিরাজ বলেন, “পরিস্থিতি এতটাই ভয়াবহ যে পরিচয় প্রকাশ করাটা নিরাপদ মনে হয়নি।”

বর্তমানে তাঁর মা এবং আরও কয়েকজন হিন্দু সহশিল্পী বাংলাদেশে আটকে রয়েছেন। নিরাপত্তার স্বার্থে তাঁদের নাম প্রকাশ করেননি তিনি। বাংলাদেশে শিল্পী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আর সেখানে পা না রাখার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এই সরোদ শিল্পী।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy