লাগাতার হিংসায় ফের উত্তাল বাংলাদেশ। ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার খুলনায় এক শ্রমিক নেতাকে লক্ষ্য করে গুলি চালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। আক্রান্ত মহম্মদ মোতালেব শিকদার ছাত্র নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টির (NCP) শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’-র খুলনা ডিভিশনের আহ্বায়ক।
সোমবার বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ খুলনার সোনাডাঙা এলাকায় এই ঘটনাটি ঘটে। এনসিপির খুলনা মেট্রোপলিটন ইউনিটের আয়োজক সইফ নওয়াজ জানান, শীঘ্রই খুলনায় একটি শ্রমিক সভার আয়োজন করার কথা ছিল শিকদারের। সেই প্রস্তুতি চলাকালীনই আততায়ীরা তাঁর মাথার বাঁ-দিকে গুলি করে পালিয়ে যায়। সোনাডাঙা থানার ইন্সপেক্টর অনিমেশ মণ্ডল জানিয়েছেন, গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় সিটি স্ক্যানের জন্য তাঁকে সিটি ডায়াগনস্টিক সেন্টারে স্থানান্তর করা হয়েছে। ওপার বাংলায় একের পর এক রাজনৈতিক নেতার মাথায় গুলি করার এই নয়া ট্রেন্ডে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।