শুনানির দিনে বাইরে থাকলে কী হবে? ভোটার কার্ড বাঁচাতে ভার্চুয়াল হিয়ারিংয়ের দাবি তুঙ্গে

ভোটার তালিকা সংশোধন নিয়ে শুনানির (Hearing) দিনক্ষণ যত এগিয়ে আসছে, সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তত বাড়ছে। বিশেষ করে যারা কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন বা শারীরিক অসুস্থতার কারণে সশরীরে উপস্থিত হতে পারবেন না, তাদের ভবিষ্যৎ কী—তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে সাধারণ ভোটারদের পক্ষ থেকে ‘ভার্চুয়াল হিয়ারিং’-এর দাবি জোরালো হচ্ছে।

নির্বাচন কমিশন এখনও পর্যন্ত ভার্চুয়াল মাধ্যমে শুনানির বিষয়ে কোনো সবুজ সংকেত দেয়নি। তবে কমিশন সূত্রে খবর, সাধারণ শুনানি এখনও পূর্ণাঙ্গভাবে শুরু হয়নি, তাই পরবর্তীকালে এই সংক্রান্ত কোনো নির্দেশিকা এলেও আসতে পারে। যদি বিপুল সংখ্যক মানুষ এই দাবি জানান, তবে কমিশন বিষয়টি ভেবে দেখতে পারে। কিন্তু আপাতত কমিশন নিশ্চুপ থাকায় দুশ্চিন্তায় পড়েছেন জরুরি কাজে ব্যস্ত থাকা মানুষজন। শেষ পর্যন্ত কমিশন ডিজিটাল পন্থায় শুনানির সুযোগ দেয় কি না, এখন সেটাই দেখার।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy